শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৭ অপরাহ্ন
মো.সুজন মোল্লা,বানারীপাড়া॥ সবকিছু ঠিকঠাক থাকলে এ বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে বানারীপাড়া পৌরসভা নির্বাচন। আর এ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি থেকে কে হবেন বানারীপাড়া পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী তা নিয়ে সাধারণ মানুষ পৌর শহরের বিভিন্ন স্থানের চায়ের টেবিল থেকে শুরু করে পাড়া-মহল্লা এমনকি রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু করে দিয়েছেন ইতো মধ্যেই।
পৌরসভা নির্বাচন নিয়ে “প্রেসক্লাব অনুসন্ধান” প্রতিবেদনে উঠে আসা সেই তথ্যই আপনাদের সামনে তুলে ধরা হলো।
বরিশালের বানারীপাড়া পৌরসভায় বরাবরের ন্যায় বর্তমানেও বিএনপির ভোট বেশি রয়েছে বলে অনুসন্ধান কালে জানাগেছে। তবে পৌরসভার বিগত কয়েকটি নির্বাচনে বিএনপির প্রার্থীরা এখানে জয়ী হতে পারেননি। তার পিছনে দলীয়ভাবে পরিচ্ছন্ন প্রার্থী দিতে না পারা, দলের মধ্যে বিভাজন সহ এ রকম বহু কারণ আর উৎকন্ঠাও উঠে এসেছে প্রতিবেদনে।
এবারের নির্বাচনে বিএনপি থেকে এমন একজন প্রার্থী চায় সাধারণ মানুষ, যার সাথে এখানকার মাটির সম্পর্ক রয়েছে। এ কারনেই চায়ের আড্ডা ও রাজনৈতিক অঙ্গনে শ্রমিক বান্ধব ও পৌরসভার সাধারণ পরিবার গুলোর প্রিয় একটি নাম ঘুরেফিরে আলোচনায় চলে আসছে।
সাধারণ এই আলোচকরা বলছেন, ২০০৭ সালের সেনা সমর্থীত সরকার থেকে আজ পর্যন্ত যে নেতা তার সবকিছু দিয়ে দলকে এ উপজেলায় পরিচালিত করে আসছেন তাকেই যেন দলীয় মেয়র প্রার্থী করা হয়। প্রতিবেদনে তাদের খোলামেলা ভাবনা তান্ত্রিক আলোচনার হৃদটা যে নেতার দিকে অগ্রসর হয়েছে তিনি হলেন, বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রিয়াজ আহম্মেদ মৃধা।
তাকেই দলীয় মেয়র প্রার্থী হিসেবে দেখতে চায় বিভিন্ন শ্রমিক শ্রেণীর এবং এই পৌরসভার বিএনপি সমর্থীত সাধারণ মানুষ। এ বিষয়ে বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রিয়াজ আহম্মেদ মৃধা বলেন, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং বানারীপাড়া ও উজিরপুর উপজেলার জাতীয়তাবাদীদল বিএনপির একমাত্র অভিভাবক এস শরফুদ্দিন আহম্মেদ সান্টু সাহেবের দিকনির্দেশনাই তিনি দলীয় সকল কর্মকান্ড পরিচালিত করছেন।
তিনি হাই কমান্ডের সাথে আলোচনা করে যদি তাকে বিএনপির প্রার্থী মনোনীত করেণ, তবেই তিনি প্রার্থী হবেন। তিনি আরও বলেন, তাকে নয় দল থেকে যাকেই মনোনয়ন দিবেন এখানকার জাতীয়তাবাদী শক্তি সান্টু সাহেবের নেতৃত্বে সেই প্রার্থীকে জয়ী করতে নির্বাচন করবে।
আর যদি ফেয়ার নির্বাচন হয় তাহলে বিএনপির প্রার্থীর বিজয় নিশ্চিত বলে মহান আল্লাহকে স্মরণ করে তিনি আশাবাদ ব্যক্ত করেণ।
Leave a Reply