বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:০৩ অপরাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি॥ মাত্র ৫টি টাকা’কে কেন্দ্র করে বিরোধ। আর এই বিরোধে কামরুল খান (২৬) নামের একজন যুবক’কে রাস্তা থেকে মুখ বেঁধে তুলে নিয়ে ঘরে আটকিয়ে বেদম মারধর করেছে ৬/৭ জন লোক। বর্তমানে ওই যুবক আহতবস্থায় পিরোজপুর জেলার স্বরূপকাঠি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এমন অভিযোগ করেন আহত কামরুলের পিতা আব্দুল কুদ্দুস খান। বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের ১নং ওয়ার্ড মলুহার গ্রামে এই মারধরের ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানাগেছে ১৭ মে সোমবার সকালে কুদ্দুস খান স্থানীয় বাজার থেকে ২৫ টাকার তরকারি ক্রয় করে দোকানীকে ২০ টাকা দিয়ে ৫ টাকা পরে দিবেন বলে বাড়িতে চলে যান। ওই সময়ে কুদ্দুসের পাশ্ববর্তী বাড়ির মৃত খালেক ফকিরের ছেলে সফিকুল ইসলাম (২৩) তরকারির ওই দোকানীকে বলেন তোমার ৫টাকা আর পাবানা। এ কথা শুনে কুদ্দুস প্রতিবাদ করলে তার ওপরে চড়াও হয় সফিকুল। পরে বাড়িতে আসলে এনিয়ে কুদ্দুসের পুত্রবধু আমেনার সাথে সফিকুলের পরিবারের অন্য সদস্যদের সাথে বাকবিতন্ডা হয়। এ সময় আমেনার সাথে দস্তাদস্তরি সময় তার নাকের স্বর্ণের ফুল হারিয়ে যায় বলেও জানা যায়।
এক পর্যায়ে উভয় পরিবারের হস্তক্ষেপে বিষয়টি কিছুটা শান্ত হয়। কুদ্দুস খান জানান, এনিয়ে সফিকুলদের মনে আক্রোশ থেকে যায়। ওইদিন রাত সাড়ে ১১টার দিকে স্থানীয় হায়দারের দোকান থেকে বাড়ি ফেরার পথে কুদ্দুসের ছেলে কামরুলকে মাথায় কাপড় পেচিয়ে ধরে নিয়ে যায় সফিকুল ফকির (২৩), সাইফুল ফকির (৩০), মাঈনউদ্দিন (২৬), রফিকুল (২১) ও তাদের ভগ্নিপতি সোহাগ (৩৬)। পরে বাড়িতে নিয়ে কামরুলকে মারধর করতে থাকে তারা। এ সময় সফিকুলের মা সুফিয়া বেগম (৫৫) ও বোন নারগিস (২৫) মারধর করেন বলে অভিযোগ করেন কুদ্দুস। এ সময় কামরুলের সাথে থাকা ২৯ হাজার ৪ শত টাকা ও একটি মোবাইল সেট অভিযুক্তরা নিয়ে যায় বলেও কুদ্দুসের অভিযোগ রয়েছে।
এমন খবর জানতে পেয়ে তারা সফিকুলদের বাড়িতে গিয়ে কামরুলকে উদ্ধার করে এ সময় তাদের সাথে স্থানীয় ইউপি সদস্য চৌকিদার উপস্থিত ছিলেন বলেও জানান কুদ্দুস খান। পরে ১৮মে মঙ্গলবার সকালে স্বরূপকাঠি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন কামরুলকে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. কালাম হোসেন জানান, মারধরের ঘটনার কথা তিনি শুনেছেন। তবে কুদ্দুস খানের অভিযোগ তার ছেলেকে রাস্তা থেকে মুখ বেঁধে বাড়িতে নিয়ে মারধর করা হয়েছে। অপরদিকে সাইফুলের পরিবার দাবী করছে বাড়িতে গিয়ে কামরুল দরজা ভেঙ্গে ঢুকে তাদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরে। তবে কামরুলকে সাইফুলদের বাড়ি থেকে গভীর রাতে উদ্ধার করা হয়েছে বলে একাদিক স্থানীয়রা জানিয়েছেন।
Leave a Reply