বুধবার, ১৪ মে ২০২৫, ০৬:১৪ পূর্বাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি ॥বানারীপাড়ায় ইয়াবা সহ আটক দুই যুবককে ভ্রাম্যমান আদালতে অর্থ জরিমানা করায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। জানা গেছে আটক দুই যুবকের মধ্যে একজন ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র আপন ছোট ভাই ও প্রয়াত এক পুলিশ সদস্যের ছেলে। রবিবার দুপুরে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক শাহানুর গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের চৌয়ারীপাড়া গ্রামের বোর্ডস্কুল নামক স্থানে অভিযান চালিয়ে ইউএনওর ভাই জাহিদ হোসেন ও সজিব নামের তার এক বন্ধুকে ১০ পিচ ইয়াবা সহ আটক করে। ওইদিন রাতে বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেখ আব্দুল্লাহ সাদীদ ভ্রাম্যমান আদালতে প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থ জরিমানা করেন। থানার উপ-পরিদর্শক মো. শাহানুর জানান আটক কৃতরা মাদকসেবী। এদিকে বানারীপাড়ায় সামান্য পরিমান গাঁজা কিংবা ইয়াবা সহ কেউ আটক হলে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানোর নজির থাকলেও এই দুজনের কাছ থেকে ১০ পিচ ইয়াবা উদ্ধার করা হলেও তাদের বিরুদ্ধে থানায় মামলা না নিয়ে ভ্রাম্যমান আদালতে পাঠিয়ে অর্থ জরিমানা করায় জনমনে প্রশ্নের সৃষ্টি হয়েছে।
Leave a Reply