শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি ॥
বানারীপাড়ায় প্রতিবাদ সভা করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জে এম আমিনুল ইসলাম লিপনকে গ্রেফতারের প্রতিবাদে বুধবার বিকেলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রিয়াজ মৃধা,পৌর বিএনপির সম্পাদক আব্দুস সালাম,উপজেলা যুবদলের সভাপতি হাবিবুর রহমান জুয়েল,পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক কাইউম উদ্দিন ডালিম,উপজেলা শ্রমিক দলের সভাপতি ফকরুল সিদ্দিকি স¤্রাট,সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল,পৌর সাংগঠনিক সম্পাদক নুর হোসেন,পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফারুক মল্লিক,সম্পাদক জাকির হোসেন,স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজ ফকির,আঃ হাকিম,তপন খান,তাওহিদুল ইসলাম,ছাত্রদল নেতা রুবেল,আব্দুল্লাহ আল নোমান (রাজু),আল আমিন,সদর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন প্রমূখ।
প্রসঙ্গত গত ৫ আগষ্ট বিকেলে ঢাকার শান্তি নগরের কর্নফুলী গার্ডেন সিটি মার্কেটের সামনে থেকে সাদা পোষাকধারী ডিবি পুলিশের একটি দল বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল আলম নান্নু সহ বরিশাল জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জে এম আমিনুল ইসলাম লিপনকে গ্রেফতার করে রমনা থানায় হস্তান্তর করা হয়। পরে পুলিশ তাকে রিমান্ডে নেয় তারই প্রতিবাদে বানারীপাড়ায় এ বিক্ষোভ প্রতিবাদ অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply