মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১২:৫১ পূর্বাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী রয়েছেন প্রায় ১ ডজন প্রার্থী।
এদের মধ্য থেকে জনজরিপ ও তৃণমূল আওয়ামী লীগের প্রথম পছন্দের তালিকায় রয়েছেন বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা কালীন সহ-সভাপতি মরহুম খবির উদ্দীন মোল্লার ছেলে, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন মোল্লা।
সলিয়াবাকপুর ইউনিয়নের বেতাল গ্রামের সম্ভ্রান্ত এই মোল্লা পরিবার ৮০ দশকে এখানকার আওয়ামী লীগের কান্ডারীর ভূমিকায় ছিলেন। তখনকার সময় আওয়ামী লীগের কোন দলীয় অফিস ছিলোনা।
বর্তমান পৌরসভার ৩নং ওয়ার্ডের ব্রিজ লাগোয়া টিন-কাঠের বড় ঘরটি মোল্লা পরিবারের। এই ঘরটিই তখন মরহুম খবির উদ্দীন মোল্লা আওয়ামী লীগের সকল ধরণের কার্যক্রম পরিচালনা করার জন্য উন্মুক্ত করে দিয়েছিলেন। তার জন্য এই পরিবারটিকে অনেক খেসারতও দিতে হয়েছে। কালে কালে হত্যা সহ বিভিন্ন মামলার মিথ্যে আসামী হয়েছে মোল্লা পরিবারের সদস্যরা। এমনকি তাদের স্বজনদেরও সেই খেসারতের ভাগিদার হতে হয়েছে।
মরহুম খবির উদ্দীন মোল্লাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যক্তিগতভাবে চিনতেন এবং অনেক শ্রদ্ধা করতেন।
বর্তমানেও এই পরিবারটি অন্তপ্রাণ আওয়ামী লীগ হয়ে অতন্ত্রপ্রহরীর ভূমিকায় রয়েছে। সদ্য সমাপ্ত পৌরসভার নির্বাচনে নিজেদের অর্থ দিয়ে পরিবারের সকল সদস্যরা নৌকা বিজয়ের জন্য রাজপথে প্রথম সারির মুজিব সৈনিকের ভূমিকায় ছিলো।
তাই এই পরিবাবের সন্তান মো. আক্তার হোসেন মোল্লাকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝি করতে দলীয় মনোনয়ন বোর্ডের কাছে দাবী জানিয়েছেন ইউনিয়নবাসী। তবেই উন্নয়নে পিছিয়ে পরা সলিয়াবাকপুর ইউনিয়ন রূপ নিবে গ্রাম থেকে শহরে,হবে আলোকিত একটি পরিষদ।
Leave a Reply