শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১২:৫৩ পূর্বাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ “দেশ বাঁচাতে বিনামূল্যে কোভিড-১৯ এর ভ্যাকসিন দিচ্ছে সরকার, পরিবার বাঁচাতে টিকা নেওয়ার দায়িত্ব আপনার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে প্রথম ধাপের গণটিকা কার্যক্রম সারা দেশের ন্যায় বরিশালের বানারীপাড়া উপজেলায়ও শুরু হয়েছে।
শনিবার (৭ আগস্ট) সকাল থেকে শুরু হয়ছে বিনামূল্যে গণটিকাদান কর্মসূচি, চলবে ১২ আগস্ট পর্যন্ত। উপজেলার ৮টি ইউনিয়নেই এ টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। সকল ধরণের স্বাস্থ্যবিধি মেনে চলে সরকারের এ মহতি উদ্যোগ।
বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহা, ইন্সপেক্টর তদন্ত মো. জাফর আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ডা. খোরশেদ আলম সেলিম এবং ইউপি চেয়ারম্যানগণ কার্যক্রম চলাকালীন সময় মনিটরিং করেন।
এদিকে স্ব-স্ব ইউনিয়নের আওয়ামী লীগের নেতা-কর্মী ও ইউপি সদস্যরা সরকারের এ কার্যক্রমকে সফল করতে বিগত কয়েকদিন পর্যন্ত নিরলসভাবে কাজ করেছেন।
Leave a Reply