বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:২৬ পূর্বাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় পৌরসভার পঞ্চমতম নির্বাচনে ১,২ ও ৩নং ওয়ার্ডের নারী কাউন্সিলর পদে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দিয়েছেন খুরশিদ জাহান লিমা।
শুক্রবার (১৫ জানুয়ারি) উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মনিরুজ্জামানের কাছে বিকেল সাড়ে ৪টায় তিনি মনোনয়নপত্র দাখিল করেন। খুরশিদ জাহান লিমা পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল আজিজ মিয়ার মেয়ে। তার পরিবার অনেক আগে থেকেই বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত।
মনোনয়নপত্র জমা দেয়ার সময় তার সাথে উপস্থিত ছিলেন তার পিতা আব্দুল আজিজ, সাবেক ছাত্রলীগ নেতা মিন্টু মিয়া, মিজান সরদার, মিরাজ মাহমুদ প্রমূখ। এদিকে লিমা সনোনয়নপত্র জমা দানের বেশ কয়েক মাস আগে থেকেই তার নির্বাচনী এলাকার মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছেন দোয়া ও আর্শিবাদ নিতে। তিনি বলেন নির্বাচিত হতে পারলে এলাকার উন্নয়নে ভূমিকা রাখবো।
এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখের ভাগিদার হয়ে তাদের পাশে থাকবো। সামাজিক ব্যাধিরোধ কল্পে সরকার ও বিভিন্ন সংস্থার সাথে থেকে কাজ করবো ইনশাআল্লাহ। উল্লেখ্য এ পৌরসভায় আগামী ১৪ ফেব্রুয়ারী ভোট গ্রহন।
Leave a Reply