রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ন
মামুন আহমেদ বানারীপাড়া॥ বানারীপাড়ায় শিক্ষার্থীদের মাঝে এডিস ও ডেঙ্গু বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার সরকারি বানারীপাড়া মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট), বানারীপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়, দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয় ও চৌয়ারীপাড়া হাসিনা মোর্শেদ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা অালম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার জয়শ্রী কর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক কৃষ্ণ কান্ত হাওলাদার,
মো. অাবুবকার সিদ্দিক, আবদুর রহমান ও শাহিনা বেগম প্রমুখ। শিক্ষা কর্মকর্তা মো. মোস্তফা আলাম জানান,এডিস ও ডেঙ্গু বিষয়ে ছাত্র-ছাত্রীর মাঝে সচেতনতা সৃষ্টির জন্য পর্যায়ক্রমে উপজেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরণের রচনা প্রতিযোগিতার অায়োজন করা হবে।
Leave a Reply