শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৩:০৪ পূর্বাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া উপজেলায় মোবাইল গৃহবধূকে ইভটিজিং করার অভিযোগে এক বখাটেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বখাটের নাম মাসুদ রানা (২৪)।
রবিবার (৯ ফেব্রুযারি) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ বখাটে মাসুদ রানাকে এ অর্থদণ্ড দেন। এ সময় ওই যুবকের মুচলেকা নেওয়া হয়।
অর্থদণ্ডপ্রাপ্ত মাসুদ রানা পাবনার ইশ্বরদী উপজেলার জয়নগর এলাকার বিলাস খানের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাসুদ রানা দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে বানারীপাড়া উপজেলার বিশারকান্দি এলাকার বালুর ড্রেজার শ্রমিক সোহেলের স্ত্রীকে ইভটিজিং করে আসছে। এরই ধারাবাহিকতায় মাসুদ রবিবার সকালে গৃহবধূর বাড়িতে গিয়ে হাজির হয়।
এ সময় সোহেলের বাড়ির লোকজন ওই যুবককে আটক করে প্রথমে থানা পুলিশ ও পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করে। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে ৩ হাজার টাকা জরিমানা করেন এবং তার মুচলেকা নিয়ে ছেড়ে দেন।
Leave a Reply