শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন
মামুন আহমেদ, বানারীপাড়া প্রতিনিধি॥ বানারীপাড়ায় ভুয়া থানা পুলিশের পরিচয়ে প্রতারণার খবর পাওয়া গেছে। শুক্রবার সকাল ৮টায় বন্দর বাজারের বহুদিনের পুরনো ব্যবসায়ী ‘মেসার্স কালু বণিক’র স্বত্বাধিকারি কালু বণিক থানা পুলিশের পরিচয় দানকারী এক ব্যক্তির খপ্পরে পড়ে প্রতারিত হন।
কালু বণিক জানান, প্রতিদিনের মতো খুব সকালে দোকান খোলার পরে প্যান্ট-শার্ট পরা অানুমানিক ৩৫ থেকে ৪০ বছরের এক ব্যক্তি তাকে দুটি শীতল পাটি কেনার কথা বললে সে ৩০০০টাকা দামের দুটি পাটি দেখান।
পরে ঐ প্রতারক নিজেকে বানারীপাড়া থানার স্টাফ পরিচয় দেন এবং থানা থেকে স্ত্রীকে পাটি দেখিয়ে দশ মিনিট পরে টাকা নিয়ে অাসার কথা বলেন। সহজ-সরল কালু বণিক পাটি দুটো দিয়ে দিলে সে চলে যায়। এরপর সে ১০টা পর্যন্ত ঐ প্রতারকের অপেক্ষা করে সন্দেহ হলে থানায় খোঁজ নিয়ে এর কোনো সত্যতা পাননি।
Leave a Reply