রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:২৪ অপরাহ্ন
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥ বানারীপাড়ায় বয়স্ক,বিধবা ও অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতার নতুন ১২শত ৫২টি কার্ডের বহি বিতরণ করা হয়েছে।বৃহস্পতিবার দুপুর ১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. শাহে আলম বলেন মানবদরদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ভাতার প্রচলণ করে দরিদ্র পরিবারে স্বচ্ছলতা এনে দিয়েছেন।
প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমনের সঞ্চলনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা তালুকদার,বাইশারী সৈয়দ বজলুল হক বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম মুকুল,পৌর আওয়ামী লীগের সম্পাদক শেখ শহিদুল ইসলাম প্রমুখ।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহাজাদী আক্তার সুমনা,প্রেসক্লাব সম্পাদক সুজন মোল্লা.উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক জাহিদ হোসেন প্রমুখ।
Leave a Reply