সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১০:৪৫ অপরাহ্ন
বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥ বানারীপাড়ায় “বাল্য বিয়ে রোধ করি,কন্যা শিশুর ভবিষ্যৎ গড়ি” স্লোগানকে সামনে রেখে সকল ক্ষেত্রে যৌন হয়রানী প্রতিরোধে সমন্বিত আইন প্রনয়ণের প্রয়োজনীয়তা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কন্যা শিশু এডভোকেসি ফোরামের আয়োজনে ও গার্লস এডভোকেসি এ্যালায়েন্স ও প্ল্যান ইন্টারন্যামনালের সহযোগিতায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নারী বিষয়ক কর্মকর্তা দিপীকা রাণী সেন।
বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন। বুধবার সকাল ১০টায় উপজেলা বিআরডিবি মিলনায়তনে বানারীপাড়া হাই কেয়ার স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক আ.হাই বখ্শের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন দি হাঙ্গার প্রজেক্টের বরিশালের সমন্বয়কারী মোজাম্মের হক,ওআরডিপির নির্বাহী পরিচালক জাকির হোসেন পান্নু,
বানারীপাড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. সুজন মোল্লা,সার্চ মানবাধিকার সোসাইটির সভাপতি হাবিবুর রহমান,সমাজকর্মী জাহিদ হোসেন ফারুক,হাওয়া বেগম প্রমুখ।
Leave a Reply