মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৬:১৮ অপরাহ্ন
থানা প্রতিনিধি: বানারীপাড়ায় রমজানের শুরুতেই দোকানীরা অবৈধভাবে বন্দর বাজারের ফুটপাত দখল করে রাখার কারণে ক্রেতারা রিক্সা কিংবা ভ্যানসহ অন্যান্য ছোট খাট যানবাহনে বাজার নিয়ে বাড়ি ফিরতে দূর্ভোগের শিকার হচ্ছেন। অপরদিকে দোকানিরা অবৈধ ভাবে বন্দর বাজারের ফুটপাত দখল করে রাখার কারণে বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হয়।
ওই অভিযানের এক ঘন্টা পরেই দোকানীরা পুনরায় ফুটপাত দখল করে বন্দর বাজারের সড়কে যানযটের সৃষ্টি করেন।
এ বিষয়ে জানা গেছে, দীর্ঘ দিন ধরে বানারীপাড়া বন্দর বাজারের মুধী ও ফলপট্টির বেশির ভাগ দোকানীরাই অবৈধভাবে ফুটপাত দখল করে গ্যাস সিলিন্ডার, চাটাই, সাজী, ফল, আলু, পিয়াজ, রোশুন, মরিচ, হলুদ, আদা, খইল, ভুষি ও মুড়ির বস্তা ফেলে রাখার পাশাপশি সড়কের ওপর জুতা ঝুলিয়ে রেখে তাদের ব্যবসা পরিচালনা করে আসছেন। এসব কারণে ফুটপাত দখলমুক্ত করার জন্য সম্প্রতি উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্দর বাজারে পৃখক দু’টি অভিযান দেয়া হয়।
এ অভিযানের পরেও বন্দর বাজরের দোকানীরা অবৈধভাবে ফুটপাত দখল করে রেখেছেন। ফলে ক্রেতারা তাদের প্রয়োজনীয় নিত্যপণ্য ক্রয় করার পাশাপশি বাজার নিয়ে রিক্সা কিংবা ছোট-খাট পরিবহনে বাড়ি ফিরতে পারছেন না। ফলে ক্রেতারা মালামাল’র পরিবহন নিয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে বন্দর বাজারের ফুটপাত দখল মুক্ত করার জন্য উপজেলা শহকারী কমিশনার (ভূমি) বকুল চন্দ্র কবিরাজ’র নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে দুই দোকানীকে ২ হাজার টাকা করে ৪ হাজার টাকা জড়িমানা আদায় করেন।
অপরদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্দর বাজারে অভিযান শুরু হওয়ার সময় বেশির ভাগ দোকানীরা সড়কের ওপর থেকে মালামাল সরিয়ে নেয়ার পাশাপশি দোকান বন্ধ করে অন্যত্র গাঁডাকা দেন। এ ব্যাপারে ক্রেতারা জানান, উপজেলা প্রশাসনের অভিযান শেষ হওয়ার এক ঘন্টা পরেই দোকানীরা পূনরায় ফুটপাত দখল করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ বলেন, বন্দর বাজারের ক্রেতারা মালামাল পরিবহন করতে রিক্সা কিংবা ভ্যানসহ অন্যান্য যানবাহন নিয়ে বন্দর বাজারে প্রবেশ করতে পারেন না, এমন অভিযোগ থাকায় তিনি এর আগেও দুবার অভিযান পরিচালনা করে ছিলেন। তার ওই অভিযানের পরেও দোকানীরা অবৈধ ভাবে ফুটপাত দখল করে রেখেছেন।
এ বিষয়ে বন্দর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মজিবুর রহমান বলেন, দোকানীদের সাথে আলোচনার মাধ্যমে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply