বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১০:৫০ পূর্বাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি॥ চতুর্থ ধাপে দেশের ৫৬টি পৌরসভার মধ্যে বরিশালের বানারীপাড়া পৌরসভায় রবিবার ১৪ ফ্রেব্রুয়ারী রবিবার শান্তিপূর্নভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে আওয়ামী লীগ মনোনীত আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান মেয়র এডভোকেট সুভাষ চন্দ্র শীল বেসরকারি ভাবে পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন।
তিনি ৫ হাজার ৪ শত ২৭ ভোট পেয়ে বেসরকারিভাবে র্নিবাচিত হয়েছেন। তার নিকটতম সতন্ত্র প্রার্থী: জিয়াউল হক মিন্টু (নারিকেল গাছ প্রতীকে ) ৬ শত ৯৮ ভোট পেয়েছেন ও ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী রিয়াজ আহম্মেদ রিয়াজ মৃধা ২ শত ৬৯ পেয়েছেন। সাধারণ আসনে যারা ৯ জন কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তারা হলেন ১নং ওয়ার্ডে মো: জাহিদ হোসেন সরদার, ২নং ওয়ার্ডে মো: মনির হোসেন, ৩নং ওয়ার্ডে মো: জাকির হোসেন মোল্লা, ৪নং ওয়ার্ডে গৌতম সমাদ্দার, ৫নং ওয়ার্ডে মো: আকবর হোসেন, ৬ নং ওয়ার্ডে মো: সুমন খান, ৭নং ওয়ার্ডে মো: ফিরোজ আলম, ৮ নং ওয়ার্ডে মো: জাহিদ হাসান এবং ৯ নং ওয়ার্ডে মো: এমাম হোসেন।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ১, ২ ও ৩ নং ওয়ার্ড থেকে ডেইজী বেগম, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড থেকে মনিরা আক্তার ময়না, এবং ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড থেকে আলো রাণী বনিক বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
Leave a Reply