মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ ”ধর্ম যার যার রাষ্ট্র সবার” শ্লোগানকে সামনে রেখে পথচলা বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ’র বরিশালের বানারীপাড়া উপজেলা কমিটি গঠন করা হয়েছে। এই সংগঠনটি মূলত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের একটি সহযোগী সংগঠন হিসেবে সারা বাংলাদেশে সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করে যাচ্ছে।
১৮ ফেব্রুয়ারী বরিশাল জেলা ছাত্র ঐক্য পরিষদের সিনিয়র সভাপতি সুমন দেবনাথের সুপারিশে বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের বরিশাল জেলা শাখার সভাপতি অরুন ঘোষ ও কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য এবং বরিশাল জেলা শাখার সাধারণ সম্পাদক প্রিয়ংকর পাল সুকু স্বাক্ষরিত বানারীপাড়া উপজেলা ছাত্র ঐক্য পরিষেদের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়।
সদ্য ঘোষিত কমিটির সভাপতি হলেন হৃদয় সাহা, সহ-সভাপতি জয় সাহা, বাপ্পি বনিক, অমর চন্দ্র শীল, সাধারণ সম্পাদক কার্তিক বনিক, যুগ্ম-সাধারণ সম্পাদক দিপঙ্কর মিত্র দোলন, জয় কুন্ডু, নিপুনন্দ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক উৎপল শাখারী, সহ-সাংগঠনিক সম্পাদক শান্ত বনিক (সুশান্ত), প্রচার সম্পাদক উজ্জ্বল মিস্ত্রী, দপ্তর সম্পাদক সুজয় কর্মকার, কোষাধ্যক্ষ দীপঙ্কর শীল, সহ-কোষাধ্যক্ষ বন্ধু বনিক, ক্রীড়া সম্পাদক প্রশান্ত দাস শান্ত, মহিলা বিষয়ক সম্পাদক পলি সাহা, সাংস্কতিক বিষয়ক সম্পাদক হৃদয় খাসকেল, সদস্য সৌরভ বিশ্বাস, বিকাশ দেবনাথ, চন্দন সাহা ও অভিজিৎ ইন্দু।
Leave a Reply