রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০১:২৬ অপরাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ গত ৫ বছরে ইউনিয়ন পরিষদের কার্যক্রম স্বচ্ছভাবে পরিচালিত, শতভাগ নাগরিক সুবিধা নিশ্চিত ও সমাজসেবায় বিশেষ অবদান রাখায় শেরে-বাংলা একে ফজলুল হক গবেষনা পরিষদ গোল্ড পদকে ভূসিত হয়েছেন আ. মন্নান মৃধাকে।
তিনি বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। গত ৫ বছরে এখানকার সুবিধা ভূগিদের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাওয়া, স্বচ্ছতার ভিত্তিতে পরিষদের কার্য সম্পাদন করা এবং গ্রামকে শহুরের ন্যায় রূপদান করার জন্য গ্রামীণ অবকাঠামো পরিবর্তনে বিশেষ ভূমিকা রাখায় তাকে শেরে-বাংলা গোল্ড পদক প্রদান করা হয়েছে।
চলতি বছরে শেরে-বাংলা একে ফজলুল হক গবেষনা পরিষদের জরিপে আ. মন্নান মৃধা ইউপি চেয়ারম্যান হিসেব বিশেষ ভূমিকা রাখায় তাকে এ পদক প্রদান করা হয়।
৫ ডিসেম্বর শেরে-বাংলা একে ফজলুল হক গবেষনা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈশা স্বাক্ষরিত একটি সনদপত্র ও গোল্ড ক্রেস্ট সৈয়দকাঠি ইউনিয়ন পরিষদে আসে। এ খবরে এলাকার মানুষের মধ্যে উচ্ছাস ও উদ্দীপনা দেখা দিয়েছে।
Leave a Reply