রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩৯ অপরাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি॥ বানারীপাড়ায় প্রভাবশালীদের কারনে নিজ সম্পত্তিতে যেতে পারছে না আলমগীর হোসেন নামের এক ব্যক্তি। এ ব্যপারে বানারীপাড়া থানায় ২০ অক্টোবর তিনি (আলমগীর) বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানাগেছে ২০১৪ সালের ২৫ আগস্ট উপজেলার চাখার সাব-রেজিষ্ট্রি অফিস থেকে দলিল নং-১০৬৯,এস.এ ১৩৪৮ দাগের ২১.৫০ শতাংশ জমির ক্রয় সূত্রে তিনি মালিক হন। তার মধ্য থেকে এস.এ ১৩৪৮ দাগের অন্তর্ভূক্ত ৫.৬৪ শতাংশ জমি আলমগীর হোসেন ভোগদখল করে আসছে। সেখানে রয়েছে ৩টি রুমের একটি টিন সেড বিল্ডিং।
ওই সম্পত্তি ক্রয় করার পর থেকে টিন সেড বিল্ডিং দখলে নিয়ে তাতে তালা ঝুলিয়ে দিয়েছে অভিযোগের বিবাদী মো. সাব্বির ,সাকিল ও ইকবাল। তারা এলাকার প্রভাবশালী হওয়ায় তাদের ভয়ে নিজ সম্পত্তিতে যেতে পারছে না আলমগীর হোসেন। তবে সরেজমিনে গিয়ে স্থানীয়দের কাছ থেকে জানাগেলো অন্য তথ্য,তারা জানান যে স্থানে টিন সেড বিল্ডিং রয়েছে সেই সম্পত্তি সরকারি এবং তার মালিক দাবীদার কয়েকজন।
Leave a Reply