শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ০২:৩৩ পূর্বাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহীদ জননী সাহান আরা বেগমের স্মরণে বানারীপাড়া উপজেলা ও পৌরসভার মসজিদে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাহান আরা বেগম পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন পরিবীক্ষন কমিটির আহবায়ক (মন্ত্রী) আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ্ এমপির পতœী ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরানিয়াবাত সাদিক আব্দুল্লাহর মাতা।
শুক্রবার (১২জুন) বাদ জুমা বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুকের উদ্যোগে সাহান আরা বেগমের রুহের মাগফেরাত কামনায় পৌর শহর ও উপজেলার ৮ ইউনিয়নের বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পৌর শহরের বন্দর বাজার জামে মসজিদে দোয়ানুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক.উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা,আওয়ামী লীগ নেতা ডা. খোরশেদ আলম সেলিম ও বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন, এছাড়া বিভিন্ন ইউনিয়নের মসজিদে ইউপি চেয়ারম্যান সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত আওয়ামী লীগ নেত্রী সাহান আরা বেগম গত রবিবার রাত সাড়ে ১১টায় ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। সোমবার সকালে জানাজা শেষে বরিশাল মুসলিম গোরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফর করা হয়।
Leave a Reply