সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১০:৪৮ অপরাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি: বানারীপাড়ায় সমাজ সেবক খ্যাত থানার সহকারি উপ-পুলিশ পরিদর্শক (এএসআই) জাহিদ হোসেনের উদ্যোগে পেঁপের চারা রোপনের উদে¦াধন করা হয়েছে। গতকাল বুধবার (২৮ আগস্ট) বানারীপাড়া শহর রক্ষা বাধের দু’পাশে পেঁপের চারা রোপনের মধ্যে দিয়ে এ কর্মসূচীর উদ্বোধন করা হয়।
বানারীপাড়া পৌরসভার মেয়র ও বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সুভাষ চন্দ্র শীল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বেকাধন করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. খলিলুর রহমান,ওসি (তদন্ত) মো. জাফর আহমেদ,সহকারি উপ-পুলিশ পরিদর্শক মো. রুহুল,উপজেলা সেচ্ছাসেবক লীগের একাংশের সাধারণ সম্পাদক সুলতান সিকদার,পৌর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ শাওন প্রমুখ।
উল্লেখ্য এএসআই জাহিদ হোসেন এর আগেও উপজেলার অবহেলিত জনপদ ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো সহ অনেক জনহিতকর কাজ করেছেন।
Leave a Reply