মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ বরিশালের বানারীপাড়া উপজেলার উত্তরকুল মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী (৫০বছর) পুর্তি উদযাপন উপলক্ষে রেজিস্ট্রেশন কার্যক্রম ও লোগো উন্মোচন করা হয়েছে। শুক্রবার বিকেল ৪ টার সময় বিদ্যালয়ের মাঠে প্রতিষ্ঠাকালিন শিক্ষক মো. সাইদুর রহমান (আহম্মদ মাস্টার)’র সভাপতিত্বে অনুষ্ঠিত রেজিস্ট্রেশন কার্যক্রম ও লোগো উন্মোচন অনুষ্ঠাানের পৃষ্ঠপোষকতায় ছিলেন,সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক মো. কামাল আহম্মেদ বিপ্লব ও সদস্য-সচিব কেএম মতিউর রহমান।
বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও রুপালী ব্যাংক কর্মকর্তা মো. নাসির মাহমুদ পাভেলের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঐতিহ্যবাহী বিদ্যাপীঠটির সাবেক শিক্ষার্থী আইন মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব ( যুগ্ম-জেলা জজ) কাজী মোস্তাফিজুর রহমান স্বপন,বাংলাদেশ ব্যাংক বরিশালের যুগ্ম-পরিচালক মো. ফারুক হোসেন,ঢাকা ইডেন কলেজের সহকারী অধ্যাপক (অর্থনীতি) কাজী মশিউর রহমান সুজন,ইসলামী ব্যাংকের মাদারীপুর শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার কাজী মিজানুর রহমান সুমন, ব্রাকের বাকেরগঞ্জ শাখার সিনিয়র ম্যানেজার ও বিদ্যালয়ের জমিদাতা মো. মোশাররফ হোসেন,
ম্যানেজিং কমিটির সাবেক সদস্য কাজী আক্তার হোসেন,বর্তমান কমিটির বিদ্যোৎসাহী সদস্য মো. রাজু আহম্মেদ রাজু,অবসর প্রাপ্ত শিক্ষক মিলন বন্ধু কুন্ডু,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান,সহকারী প্রধান শিক্ষক মো. জাকির হোসেন মাঝি, বানারীপাড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি প্রভাষক মামুন আহমেদ শেখ মহিম,সুমন সিদ্দিকি প্রমূখ।
এছাড়াও বিদ্যালয়ের কয়েক শতাধিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। পরবর্তীতে সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি একটি জমকালো অনুষ্ঠান করার প্রত্যয়ে রেজিস্ট্রেশন কার্যক্রম ও লোগো উন্মোচনের দিনে প্রাক্তন শিক্ষার্থী ১৯৭৬ সালের এসএসসি পরীক্ষার্থী মো. দেলোয়ার হোসেন প্রথম রেজিস্ট্রেশন করেন।
Leave a Reply