সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া (বরিশাল) থেকে : বরিশালের বানারীপাড়া উপজেলার ঐতিহ্যবাহী উত্তরকুল মাধ্যমিক বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে। রোববার সকাল ১০টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। পরে বিদ্যালয়ের সবুজ প্রাঙ্গনে ৫০ পাউন্ডের কেক কাটা শেষে বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য মো. সহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান,
সহকারী প্রধান শিক্ষক মো. জাকির হোসেন,বিদ্যোৎসাহী সদস্য রাজু আহম্মেদ রাজু,অভিভাবক সদস্য মো. ফারুক হোসাইন,মো. সাইদুল ইসলাম ও আ.জলিল সরদার,সংরক্ষিত নারী অভিভাবক সদস্য হেলেনুর বেগম প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সহকারী গ্রন্থগারিক রাজু আহম্মেদ। পরে বিদ্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য শোভা যাত্রা বের হয়ে স্থানীয় বাংলাবাজার সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী পলাশ আহমেদ সূবর্ণ জয়ন্তী উদযাপন র্যালীতে অংশ গ্রহণকারীদের জন্য ৬ শত টি শার্ট ও ক্যাপ প্রদান করেন।
Leave a Reply