মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন
বানারীপাড়া প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় (এ্যাস্ফিটামিন) যুক্ত ১০ পিচ ইয়াবা সহ এক ফায়ার সার্ভিস সদস্য আটক হয়েছে। রবিবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার সময় বানারীপাড়া উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের মধ্যে (প্যারেড গ্রাউন্ড) থেকে এ/পি ফায়ারম্যান বজলুর রহমান ব্যাচ নং-৫৮৭২ (৩৫) কে থানা পুলিশ আটক করে। এ সময় তার দেহ তল্লাসী করে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট পায় পুলিশ। আটককৃত বজলুর রহমানের বাড়ি উজিরপুর উপজেলার নরসিংহা গ্রাম,তার বাবার নাম আ. ছালাম।
যার জব্দ তালিকায় স্বাক্ষর করেছেনে বানারীপাড়া ফায়ার সার্ভিসের এ/পি স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. আক্তার উদ্দিন, এ/পি লিডার এস এম নুরুজ্জামান ও ড্রাইভার শাখাওয়াত হোসেন।
এ/পি স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. আক্তার উদ্দিন জানান, তারা ওই সময়ে জব্দ তালিকায় স্বাক্ষর করেছেন তবে জব্দকৃত ১০ পিচ ইয়াবা এ/পি ফায়ারম্যান বজলুর রহমানের দেহ তল্লাসী করে পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস স্টেশনের (প্যারেড গ্রাউন্ড) থেকে পুলিশ উদ্ধার করেছে।
আটক হবার পরে এ/পি ফায়ারম্যান বজলুর রহমান তার স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মো. আক্তার উদ্দিন ও অন্য সহকর্মীদের এবং পুলিশের উপস্থিতিতে সে ইয়াবা (মাদক) সেবন করার বিষয়টি স্বিকার করেছেন বলে ওই সূত্রে জানাগেছে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের বরিশাল বিভাগিয় উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) মো. নজরুল ইসলাম জানান,ফায়ারম্যান বজলুর রহমানের বিষয়টি তিনি জেনেছেন। সিভিল ডিফেন্স বাংলাদেশ ফায়ার সার্ভিসের প্রচলিত নিয়মানুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। তবে বানারীপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের মধ্যে (প্যারেড গ্রাউন্ডে) পাওয়া মাদকের ব্যপারে তিনি কিছু বলতে রাজি না হয়ে,তার একজন সদস্যকে মাদক মামলায় আসামী করায় তিনি বিস্ময় প্রকাশ করেন।
এ/পি ফায়ারম্যান বজলুর রহমানের বিরুদ্ধে বানারীপাড়া থানার উপ-পুলিশ পরিদর্শক এসআই মো. আসাদুজ্জামান বাদী হয়ে ওইদিনই মাদকদ্রব্য নিয়ন্ত্রন ২০১৮ সালের ৩৬ (১) সারণী ১০ (ক) আইনে মামলা দায়ের করেছেন। মামলা নং-১১।
Leave a Reply