মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন
সুমন খান বানারীপাড়া প্রতিনিধি :বরিশাল বানারীপাড়ায় ৬পিস ইয়াবা সহ সোহেল রানা নামের এক ইউপি সদস্যকে আটক করেছে এলাকার জনগন,পরর্বতিতে বাইশারী লবনসাড়া তদন্ত পুলিশ আটক করেন । সে উপজেলার বাইশারী ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য, জানাগেছে ৬ এপ্রিল শনিবার বিকেলে ওই ইউপি সদস্য বাইশারী ইউনিয়নের গরদ্দার গ্রামের অপর মাদক ব্যবসায়ী লিটনের স্ত্রী সুমী আক্তারের কাছে ইয়াবা আনতে যায়, সেই সময় এলাকার লোকজন সন্দহ হয়। ওই এলাকার কিছু সাহসীকতা সাথে আটক করে, পুলিশকে জানান। এদিকে বানারীপাড়া পুলিশের একের পর এক সাহসীকতা প্রমান করে আসছে, তার সাথে এলাকার জনগন সচেতন হয়ে পুলিশের পাশে থেকে অন্যায় প্রতিবাদ করে আসছে। বানারীপাড়া বাইশারী লবনসাড়া তদন্ত পুলিশ কেন্দ্র ইনর্চাজ আবুল খায়ের সহ সৎ ও নির্ভীক ভাবে মাদক নির্রমূল করবে হবে ঘোষনা করেন, এ এসআই জুয়েল, এসআই জাহাঙ্গীর, এস আই সাইফুল, তারা আর্দশ ভাবে প্রতিটি ক্ষেএে ভুমিকা পালন করে আসছে।
এ সময় ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য মোঃ জাহাঙ্গীর হোসেনের সন্দেহ হলে সে সোহেল রানাকে ধরে ফেলে পুলিশে খবর দেয়। পরে লবনসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনর্চাজ মোঃ আবুল খায়ের,এএসআই মোঃ জুয়েল ও এস আই জাহাঙ্গীর ঘটনা স্থলে গিয়ে ইউপি সদস্য সোহেল রানাকে তল্লাশি করে ও তার
মটরসাইকেলের সিটকভার খুলে ৬পিস ইয়াবা পায়। এবিষয়ে আইসি আবুল খায়ের ঘটনার সত্যতা স্বীকার করে জানান এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে ইউপি সদস্য সোহেল রানার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করবেন বলে প্রকিয়াদীন চলছে।
Leave a Reply