মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:৩৩ অপরাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ বরিশালের বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের নিজস্ব দলীয় কার্যালয়ে প্রবেশের রাস্তাটি রাতারাতি দখল করে তার ওপরে অবৈধ ভাবে পাকা ভবন নির্মাণ করছে এক শ্রেণির প্রভাবশালীরা। বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজার হতে সরাসরি উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রবেশের দ্বিতীয় রাস্তাটি সরকারি ভাবে ম্যাপে থাকলেও বাস্তবে তা এখন নেই। যাদের কাজই হলো সরকারি খাস সম্পত্তি কোনো না কোনো ভাবে দখল করা।
তারাই নাকি কখনও রাতের আধারে বা দিনের আলোতে প্রভাব খাটিয়ে রাস্তার ওপরে পাকা ভবন নির্মাণ করেছেন। সরেজমিনে দেখাগেছে বানারীপাড়া পৌর শহরের ২নং ওয়ার্ড লাগোয়া ভয়াল সন্ধ্যা নদীর তীরে জেগে ওঠা চরের খাস সম্পত্তিতে যারা ইতি পূর্বে চান্দিনা ভিটার নাম করে একাদিক ইজারা নিয়েছেন তারা মূলত কেউ’ই ভূমিহীন নয়।
এমন কি কেউ ওই চান্দিনা ভিটায় ব্যবসাও করেন না। আবার কেউ কেউ নিজের বা পরিবারের অন্য কোন সদস্যদের নামে নিয়ে তা বিক্রি করে দিচ্ছেন আকাশ ছোঁয়া মূল্যে। কেউবা আবার আধা শতাংশের চান্দিনা ভিটার আবেদন করেই ১ থেকে দেড় শতাংশ ভূমি দখলে নিয়ে গড়ে তুলছেন পাকা ভবন। অনেকে বাসাবাড়ি তৈরি করে ভাড়া দিচ্ছেন,কেউ আবার পরিবার নিয়ে বসবাসও করছেন।
সর্বপরি সরেজমিনে অনসন্ধান করে জানাগেছে এ পর্যন্ত পৌর শহরের ০১ ও ০২ নং ওয়ার্ডের সরকারি খাস সম্পত্তি যারা ইজারা নিয়েছেন তারা এ শহরের প্রভাবশালী ধণাঢ্য ব্যাক্তিবর্গ।
এদের মধ্যে আওয়ামী লীগ,বিএনপি,জামায়াত,জাতীয়পার্টি ও দল গুলোর সহযোগী সংগঠনের কথিত নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরাও রয়েছেন।
এই যখন অবস্থা তখন উপ-মহাদেশের প্রাচীণতম সর্ববৃহৎ রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের বানারীপাড়া উপজেলার তৃনমূলের নেতা-কর্মীরা বলছেন সরকারি খাস সম্পত্তি ওনারা সবাই মিলে ভাগভাটোয়ারা করে নিয়ে যাক। তবে দাবী তুলেছেন দলীয় অফিসে যাবার রাস্তাটির দখল ছেড়ে দিতে। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষনও কনেরছেন তারা।
Leave a Reply