শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ১২:৩১ অপরাহ্ন
মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ বরিশালের বানারীপাড়ায় মোঃ সোহরাব হোসেন (৭৫) তার পেনশন ফিরে পেতে মমতাময়ী মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানিয়েছেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা গেজেট নং-২৪৬৯।
তিনি ব্যক্তিগত জীবনে বানিজ্যিক অডিট অধিদপ্তর ঢাকা কার্যালয়ে অডিটর পদে কর্মরত ছিলেন। তিনি ২০০৮ সালের ১ নভেম্বর চাকরি থেকে অবসর গ্রহন করেন। অবসরের পরে তিনি ভুলবসত তার চাকরির কার্যালয় হইতে শতভাগ মাসিক পেনশন গ্রহন করেন বলে জানান।
বর্তমানে জাতির এই বীর সন্তানের স্ত্রী মোসা. হাসিনা বেগম প্যারালাইসট রোগী, একটিমাত্র ছেলে মো. কাওসার মাহামুদ প্রতিবন্ধী, কন্যা কবিতা বেগম ২টি সন্তান নিয়ে স্বামীর তেমন কর্ম না থাকায় অতি কষ্টে জীবন যাপন করছে। সব মিলিয়ে সংসার চালাতে গিয়ে সোহরাব হোসেনকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। তার চোখেমুখে কেবলই অমানিষার ঘোর নিকশ অন্ধকার।
মুক্তিযোদ্ধা হিসেবে ভাতার যে টাকা পান তা দিয়ে ঔষধ ক্রয় করার পরে যে অর্থ অবশিষ্ট থাকে তা দিয়ে নুন আনতে পানতা ফুরায় অবস্থা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সদয় হইয়া ২০১৮ সালের ৮ অক্টোবর পেনশন সমর্পনকালীগনের হারানো পেনশন প্রদানের জন্য প্রজ্ঞাপন জারী করেন।
যার স্মারক নং-০৭.০০.০০০০.১৭১.১৩.১৪.১১৮। বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন নিজেও একজন হার্টষ্ট্রোকের রোগী এবং উপর্জন অক্ষম। তাই চরম আর্থিক সংকটে থাকা রঙ্গাগনের এই বীর যোদ্ধা জীবনের অন্তিম সময়ে এসে তার পেনশন ফিরে পেতে স্বাধীন বাংলার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা অসহায় বাঙালির শেষ আশ্রয়স্থল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানিয়েছেন।
Leave a Reply