রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ১০:০৭ পূর্বাহ্ন
সুমন খান স্টাফ রিপোর্টার:
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির, কেন্দ্রীয় চেয়ারম্যান ও প্রধান নির্বাহী এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদের নেতৃত্বে মানবাধিকার লঙ্ঘন, কর্তব্য কাজে বাঁধা প্রদান এবং প্রাণনাশে হুমকির বিরুদ্ধে ৫ সদস্য বিশিষ্ট পর্যবেক্ষণ টিম বাড্ডা থানার ওসি (তদন্ত) কাজী আবুল কালামকে বিষয়টি অবহিত করে ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন ।
ইতালি প্রবাসি নজরুল ইসলাম বাহারের পক্ষে তার ম্যানেজার শাহ আলম বাদি হয়ে আবুল কাশেম গংদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন । আবেদনের প্রেক্ষিতে সামাজিক স্থিতিশীলতা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় সহায়তার উদ্দেশ্যে ২৪ নভেম্বর ২০১৮ শনিবার বিকাল ৩ টায় সংস্থার পর্যবেক্ষণ টিম ঘটনাস্থলে যান। এসময় সংস্থার কেন্দ্রীয় অতিরিক্ত নির্বাহী পরিচালক কাজী মিজানুর রহমান মিস্টার, পরিচালক মো. ছায়েফ উদ্দিন শাহাজাদা, মো. কাইয়ুম হোসেন, মোরশেদ আলম রনি, সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জান্টা ও ফেণী জেলা সহ সাধারন সম্পাদক, সাংবাদিক জাবেদ হোসাইন মামুন ছিলেন ।
বাদি-বিবাদি তাদের সাক্ষ্য প্রমাণাদি নিয়ে সংস্থার পর্যবেক্ষণ টিম কে সার্বিক সহযোগিতা করেন । দীর্ঘ দিনের বিরোধ সংস্থার মাধ্যমে নিষ্পত্তি করে দেয়ার জন্য উভয় পক্ষ সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান এডভোকেট মোহহাম্মদ সাঈদুল হক সাঈদকে অনুরোধ জানান । কেন্দ্রীয় চেয়ারম্যান বিষয়টি শান্তিপূর্ণভাবে নিষ্পত্তির আশ্বাস দেয়ায় তারা কেন্দ্রীয় চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন । উল্লেখ্য; গত ১৪ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রীকে সংস্থার পক্ষ থেকে চিঠি পাঠিয়ে বিষয়টি অবহিত করা হয় ।
Leave a Reply