সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন
বাকেরগঞ্জ প্রতিনিধি:
জেলার বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান (৩২) নামের এক যুবক নিহত ও পাঁচজন আহত হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে বাকেরগঞ্জ থেকে মির্জাগঞ্জের উদ্দেশ্যে আসা থ্রি-হুইলারের সাথে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সংঘর্ষ হলে থ্রি-হুইলারটি দুমড়ে-মুচড়ে যায়।
এ সময় স্থানীয়রা আহতদের উদ্ধার করে শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। শেবাচিমের ওয়ার্ড মাস্টার আবুল কালাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মিজানুর রহমান নামের একজন যাত্রীর মৃত্যু হয়। অন্যান্যের সার্জারি ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। তিনি আরও জানান, নিহত মিজানুর রহমানের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বাকেরগঞ্জ থানার ওসি মাসুদুজ্জামান জানান, হতাহতরা সকলেই থ্রি-হুইলারের যাত্রী। তবে থ্রি-হুইলারের সঙ্গে কোন গাড়ির সংঘর্ষ হয়েছে তা জানা যায়নি।
Leave a Reply