বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৫:১৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক॥ বরিশাল র্যাবের অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। পাশাপাশি এদের কাছ থেকে ইয়াবা ও ইয়াবা বিক্রয়ের ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
রবিবার (১২ জানুয়ারি) সকালে র্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের রাজাপুর সাকিনস্থ রাজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মোঃ নিরব হোসেন সাগর (২৩) ও মোঃ পারভেজ হাওলাদারকে (২০) আটক করা হয়। এসময় তাদের তল্লাশি করে ৪৩ পিচ ইয়াবা ও ইয়াবা বিক্রয়ের ১৭ হাজার টাকা উদ্ধার করেন।
এ ঘটনায় র্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মোঃ জিল্লুর রহমান বাদী হয়ে বরিশাল জেলার বাকেরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছেন।
Leave a Reply