শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন
বাকেরগঞ্জ প্রতিনিধি :
বাকেরগঞ্জের কলসকাঠীতে বিয়ের প্রলোভনে এক কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এতে ওই কিশোরী বর্তমানে ৬মাসের অন্তঃসত্তা হয়েছে। গতকাল উপজেলার কলসকাঠী ইউনিয়নের উত্তর নারাঙ্গল গ্রামে সরেজমিনে গিয়ে কামাল গাজীর কণ্যা ওই কিশোরীর সাথে কথা বলে জানা যায়, তিনি ক্ষুদ্রকাঠী এএন মাধ্যমিক বিদ্যালয়ে ৭ম শ্রেণীতে পড়াশুনা করতেন। তার বাড়ির পাশের নিউ মর্ডাণ ব্রিক ফিল্ডের লেবার সর্দার সাদ্দাম হোসেন। তার বাড়ি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ গ্রামে। পিতার নাম শেখ আব্দুল খালেক। বাড়ির পাশের ইট বাটায় কাজ করার সুবাদে গত বছর সে ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দেয়। সাথি (ছদ্দনাম) বলেন, তাদের মধ্যে প্রেমের সম্পর্কের জের ধরে সাদ্দাম প্রায় ৬মাস পূর্বে তাকে বরিশালে এক বন্ধুর বাসায় নিয়ে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করে।
এতে দুমাস পরে সে অন্তঃসত্তা হয়ে পরলে সাদ্দাম এ ঘটনা কাউকে না জানাতে তাকে নিষেধ করেন। ইতিমধ্যে সে ওই কিশোরীর বাচ্চা নষ্ট করার চেষ্টা করেও ব্যর্থ হয়। কিছুদিন পরে কিশোরীর শারিরীক অবস্থার পরিবর্তন ঘটলে সে সাতক্ষীরা সাদ্দামকে বিয়ের জন্য চাপ দেয়। গত দুমাস আগে সাদ্দাম সাতক্ষীরা থেকে বাকেরগঞ্জ এসে কাউকে কিছু না বলে গোপনে ওই কিশোরীকে সাতক্ষীরা নিয়ে যায়। সেখানে গিয়ে ওই কিশোরী জানতে পারে সাদ্দাম বিবাহিত এবং তার দুটি সন্তান রয়েছে। পরবর্তীতে সাথির (ছদ্দনাম) পিতা-মাতা এ ঘটনা জানতে পেরে এ ঘটনা পেরে কিশোরীকে তাদের বাড়িতে নিয়ে আসে। কামাল গাজী জানান, তিনি গরীব মানুষ। তার মেয়ের এ ঘটনায় মামলা করার মত কোন টাকা-পয়সা তার কাছে নেই। তিনি তার মেয়ের অনাগত সন্তানের পিতৃত্বের পরিচয়ের দাবি জানান। থানা অফিসার ইনচার্জ আঃজাঃ মোঃ মাসুদুজ্জামান বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নিবেন।
Leave a Reply