বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন
বাকেরগঞ্জ প্রতিনিধি॥ জেলার বাকেরগঞ্জ উপজেলার দুধল ইউনিয়নের চাটরা গ্রামে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে (১২) ধর্ষণের ঘটনায় স্থানীয় মুদি দোকানি আলী মাতুব্বরকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত মধ্যরাতে উপজেলার উত্তমপুর গ্রাম থেকে গ্রেফতারকৃত ধর্ষক আলী মাতুব্বরকে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। সে ওই গ্রামের আফছার আলী মাতুব্বরের পুত্র।
বাকেরগঞ্জ থানার ওসি আবুল কালাম জানান, চতুর্থ শ্রেনীতে পড়ুয়া ছাত্রীকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা দায়েরের পর বুধবার রাতে অভিযুক্ত আলী মাতুব্বরকে গ্রেফতার করা হয়েছে। এজাহারের বরাত দিয়ে ওসি আরও জানান, গত ২৭ জুন সকালে আলী মাতুব্বরের স্ত্রীর কাছে প্রাইভেট পড়তে যায় শিশুটি। প্রাইভেট পড়া শেষ করে চাটরা সরকারী প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আলীর মুদি দোকানে গেলে সে (আলী) জোরপূর্বক দোকানে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে।
সেখান থেকে বাড়িতে ফিরে ওই শিশুটি তার মায়ের কাছে বিষয়টি খুলে বলে। ঘটনাটি জানাজানি হলে আলী মাতুব্বর স্থানীয়ভাবে মীমাংসা করার চেষ্টা চালায়। এমনকি ধর্ষিতার পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতিসহ হুমকি প্রদর্শন করে। এ কারনে ধর্ষিতার পরিবার প্রথমে মামলা দায়ের করতে সাহস পায়নি।
Leave a Reply