বাকেরগঞ্জে কৃষকদের টাকায় থাবা দিলো সার্ভেয়ার আলতাফ Latest Update News of Bangladesh

সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩




বাকেরগঞ্জে কৃষকদের টাকায় থাবা দিলো সার্ভেয়ার আলতাফ

বাকেরগঞ্জে কৃষকদের টাকায় থাবা দিলো সার্ভেয়ার আলতাফ




স্টাফ রিপোর্টার:বরিশালের বাকেরগঞ্জে মাঠ জরিপের নামে ৩জন কৃষকের কাছ থেকে দেড় লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক শাহজাহান হাওলাদার, মাসুদ হাওলাদার ও আলমগীর হাওলাদার বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটিতে বুধবার বিকেল ৪ টায় সংবাদ সম্মেলন করেছেন। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৃদ্ধ কৃষক শাহজাহান হাওলাদার।

 

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত দুই মাস আগে সরকার উপজেলার লেবুখালীতে অব¯ি’ত শেখ হাসিনা সেনানিবাস সংলগ্ন ভরপাশা ইউনিয়নের জমি বরিশাল সেটেলমেন্ট অফিসের মাধ্যমে সার্ভে করানো হয়।

 

সার্ভেয়ার আলতাফ হোসেন ছিলেন ১৩নং শিটের দায়িত্বে। উপজেলার বড় কৃষ্ণকাঠি মৌজার জেএল নং ২৫ খতিয়ান নং ১১৪৪, ১১৩৫, ১১৫৬, ১১৪১, ১১৬২, ১১৭৭ সহ মোট ১৩২টি খতিয়ানে তাদের জমি মাঠ জরিপের মাধ্যমে রেকর্ড করানোর জন্য সার্ভেয়ার আলতাফের সাথে যোগাযোগ করেন।

 

সার্ভেয়ার আলতাফ মাঠ জরিপে তার জমি রেকর্ড করার কথা বলে তার নিকট থেকে ১লক্ষ ৫০ হাজার টাকা উৎকোচ দাবি করেন। কোন উপায় না পেয়ে অসহায় ৩কৃষক সার্ভেয়ার আলতাফের দাবিকৃত দেড় লক্ষাধিক টাকা তাকে দিয়ে দেয়। কিছুদিন পরে দেখা যায় মাঠ জরিপে তাদের ৫ একর ১২ শতাংশ জমি কম দেখিয়েছে। কিছুদিন আগে সার্ভেয়ার আলতাফ ওই শিটের জমির মালিকদের কার কি অভিযোগ তা জমা দিতে বললে বেরিয়ে আসে থলের বিড়াল।

 

লিখিত বক্তব্যে বৃদ্ধ কৃষক শাহজাহান হাওলাদার অভিযোগ করেন, ঘুষ নেয়ার পরেও কাজ না হওয়ার বিষয়টি সার্ভেয়ার আলতাফ হোসেনকে জানালেও ঠিক করে দেয়া তো দূরের কথা তাকে উল্টো তাকে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন হুমকি দেয়।

 

কোন উপায়ান্তর না পেয়ে ওই ৩কৃষক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অভিযুক্ত সার্ভেয়ার আলতাফের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD