বাকেরগঞ্জে কালু বাহিনীর তৎপরতা Latest Update News of Bangladesh

রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১১:৪৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩




বাকেরগঞ্জে কালু বাহিনীর তৎপরতা

বাকেরগঞ্জে কালু বাহিনীর তৎপরতা




 

বাকেরগঞ্জ প্রতিনিধি॥  মাদক ও সন্ত্রসীদের তৎপরতা ব্যাপকতার ভয়াবহ প্রসারে বাকেরগঞ্জ। আমরা পত্র পত্রিকায় দেখি, পড়ি, শোকাহত হই এক একটি অনাঙ্কাংখিত ঘটনায়। আজ মানব সভ্যতা, শিক্ষা বিপর্যস্ত, সাংস্কৃতি, ঐতিহ্য সমূহ বিপদ গ্রস্থ। অর্থনৈতিক, সামাজিক ও সার্বিক অগ্রগতি চরম আঘাতের সম্মূখিন এই মাদক। এই ভয়াবহ ধ্বংস যোগ্য মাদক প্রতিরোধের ব্যাপারে রাজনৈতিক শক্তি গুলোর তৎপরতা দৃশ্যমান হয়ে উঠছে না, ফলে প্রতিরোধের শক্তি এখন অবদি দূর্বল। আর সেখানি মাদক ও সন্ত্রাসীদের শক্তির প্রধান উৎস।

সম্প্রতি ঘটে যাওয়া বরগুনার রিফাত ফরাজি হত্যা কান্ডের মাধ্যমেই তার প্রমান পাওয়া যায়। ঠিক এভাবেই বেপোরোয়া হয়ে উঠছে বাকেরগঞ্জের মাদক স¤্রাট কালু বাহিনীর তৎপরতা। জানা যায়, বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নের ফলাঘর গ্রামের কালীগঞ্জ বাজার সংলগ্ন বাসিন্দা মৃত. জয়নাল মৃধার বড় ছেলে বড় বাবুল মৃধা (৫০) তার চায়ের দোকানের পিছনের রুমে সরকারি বজলুর রহমান প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী মুক্তা আক্তার (৮) কে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা চালায়। এ ঘটনায় গত ২৮ জুন বাকেরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়।

মামলা নং-৩৩। এই সংবাদটি দৈনিক প্রথম সকালের স্টাফ রিপোর্টার মো. জিয়াউল হক আকন সোস্যাল মিডিয়ায় প্রকাশ করেন। প্রকাশ করার পর থেকেই সোস্যাল মিডিয়ায় বিষয়টি ভাইরাল হলে বেশ কয়েকটি স্থানীয় পত্রিকায় সংবাদটি প্রকাশিত হয়। এতে বাবুল মৃধার ছোট ভাই মাদক স¤্রাট কামাল হোসেন মৃধা (কালু) সাংবাদিক জিয়া’র উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। তারই জের ধরে গত ৩ আগস্ট রাত সাড়ে ১০ টার দিকে কালিগঞ্জ থেকে মটর সাইকেল যোগে তার নিজ বাড়ি যাওয়ার পথে পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আলিম জোমাদ্দারের বাড়ির সামনে যাওয়া মাত্রই কালু বাহিনীর তোপের মুখে পড়েন তিনি। এ সময় কতিপয় সন্ত্রাসীরা সাংবাদিক জিয়ার গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে প্রাণ নাশের হুমকি দেয়।

এ বিষয়ে সাংবাদিক জিয়া বলেন, কালুর বড় ভাই বাবুল মৃধা’র শিশু ধর্ষনের চেষ্টা ও গত ১৪ জুলাই ২:৩৫ মিনিটের সময় পটুয়াখালী টোল ঘরের দক্ষিণ পার্শ্বে মেসার্স জনতা ট্রাক ট্রান্সপোর্টের সামেন পুলিশের কাছে মাদকসহ গ্রেফতার হয় কালু মৃধা। এই বিষয় গুলো আমি সোসাল মিডিয়া ও পত্রিকায় প্রকাশ করি। কালু জামিনে মুক্তি পেয়ে তার বাহিনী নিয়ে আমার পথরোধ করে বলেন আমার বা আমার পরিবারের কোন বিষয় নিয়ে যদি আর কখন কোন সংবাদ প্রকাশ করিস তাহলে তোকে জানে মেরে ফেলবো। এ ঘটনায় আমি বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। আরও জানা যায়, মাদক স¤্রাট কালু দীর্ঘদিন ধরে প্রশাসনের নাকের ঢগায় মাদক ব্যবসা চালিয়ে গেলেও সে ধরা ছোয়ার বাইরেই থেকে যায়।

এমনকি তার বড় ভাই বাবুল মৃধা শিশু ধর্ষনকারী ঘটনার মামলার প্রধান আসামীকে এক মাসেও গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ। কালু মৃধা ও তার পরিবারের লোকজন এরকম না না অপকর্ম করার পরেও পার পেয়ে যাচ্ছে তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে জনমনে। আর সে কারণে তারা দিন দিন বেপোরোয়া উঠছে মাদক স¤্রাট কালু বাহিনী। নির্যাতিত শিশু মুক্তার বাবা নুর ইসলাম হাওলাদার জানান, মামলা হওয়ার পর থেকেই মামলাটি তুলে নেয়ার জন্য আমার ও আমার পরিবারের উপর কালু বাহিনী প্রতিনিয়ত বিভিন্ন হুমকি-ধামকি দিচ্ছে।

রাতের আধারে আমার ঘরের টিনের উপর ইট-পাক্কেল ছুরে মারেন তারা। আমি একজন ভ্যান চালক। আমার পেশাগত কাজে কালিগঞ্জ বাজারে গেলে কালু আমাকে অকথ্য ভাষা গালিগালাস করে মামলা তুলে নিতে বলে। যদি না নেই তাহলে আমার বাসায় ইয়াবা ট্যাবলেট দিয়ে পুলিশের কাছে ধরিয়ে দিবে। বর্তমানে আমি ও আমার পরিবার কালু বাহিনীর আতংকে দিন কাটাচ্ছি। এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোং আবুল কালাম আজাদ জানান, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD