রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৩৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক: ময়মনসিংহে গফরগাঁও উপজেলার পাকাটি গ্রামে বাকিতে সিগারেট না দেওয়ায় আলাল উদ্দিন (৩৮) নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে একই গ্রামের হিরু মেম্বারের বিরুদ্ধে।
এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, হিরু মেম্বার আলাল উদ্দিন এর কাছে বাকিতে সিগারেট চাইলে আলাল উদ্দিন বাকিতে সিগারেট বিক্রি করবে না বলে জানায়। বাকি না দেওয়ার জেরে গত ৫ মে সন্ধ্যা ৬টার দিকে হঠাৎ করে আলাল উদ্দিনের দোকানে প্রবেশ করে বারবাড়িয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মিজানুর রহমান হিরু মেম্বার।
এ সময় হিরু মেম্বার আলাল উদ্দিনকে উদ্দেশ্য করে বলতে থাকে, তোকে শিকল দিয়ে বেঁধে বাজার ঘুরাবো। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হলে হিরু মেম্বারের ছেলেরা ও ছোট ভাই হাসেম আলাল উদ্দিনকে মারধর করে।
এক পর্যায়ে জ্ঞান হারালে আলাল উদ্দিনকে গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। ১৫ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় রোববার (১৯ মে) সন্ধ্যায় তার মৃত্যু হয়। নিহতের বড় ভাই আব্দুল হামিদ (৫৫) বলেন, হিরু মেম্বার বিনা কারণে বিনা দোষে আমার ভাইকে পিটিয়ে মেরে ফেলেছে। আমরা নির্দোষ ভাই হত্যার বিচার চাই। তিনি আরও বলেন, এর আগেও হিরু মেম্বার আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদা চাইতো।
এ ব্যাপারে অভিযুক্ত মিজানুর রহমান হিরু মেম্বারের মোবাইল ফোনে কল করলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। তবে একটি সূত্রের দাবি, তিনি পলাতক রয়েছেন।
গফরগাঁও থানার ওসি আব্দুল আহাদ খান বলেন, ঘটনা শুনেই পাকাটি গ্রামে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট ও অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply