মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৮:১৮ পূর্বাহ্ন
আমজাদ হোসেন, বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালী বাউফল উপজেলার নওমালা ইউনিয়নের নগরের হাট এলাকায় ইউসুফ আলম সেন্টু নামের এক সাংবাদিকের বাসায় শনিবার গভীর রাতে দুর্ধর্ষ চুরি’র ঘটনা ঘটেছে।
এ সময়ে ওই বাসায় ভাড়ায় থাকা একটি বেসরকারি সংস্থা ব্রাক অফিসেও হানা দেয় ওই চোর চক্র। এ ঘটনায় আজ রবিবার সকালে বাউফল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেন ওই মাদ্রাসা শিক্ষক ওয়ালিউল্লাহ এবং সাধারণ ডায়েরী করেন ওই অফিসের ব্যবস্থাপক শহিদুল ইসলাম।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কারখানা আলিম মাদ্রাসার কম্পিউটার বিষয়ের শিক্ষক ওয়ালিউল্লাহ নওমালা নগরের হাট এলাকায় সাংবাদিক ইউসুফ আলম সেন্টুর বাসা ভাড়া নিয়ে বসবাস করেন। শনিবার রাত ৮টার দিকে ওই ভাড়ায় থাকা বাসা তালাবদ্ধ করে গ্রামের বাড়ী মধ্য নওমালা যান। এ সুযোগে সংঙ্গবদ্ধ চোর চক্র ঘরের তালা ভেঙ্গে নগদ ২ লাখ ৩৮ হাজার টাকা ও তিন ভরি স্বর্ন নিয়ে যায়।
একই সময়ে নীচ তলায় ব্রাক অফিসের ৫ টি তালা ভেঙ্গে অফিসের বিভিন্ন আলমারি তল্লাশি চালায়। তবে অফিসের কোন কাগজপত্র বা আর্থিক ক্ষয়ক্ষতি হয়নি বলে জানান ব্যবস্থাপক শহিদুল।
শিক্ষক ওয়ালিউল্লাহ বলেন, শনিবার রাতে আমি ঘর তালাবদ্ধ করে গ্রামের বাড়ী মধ্য নওমালা চলে যাই। রাত ৩ টার দিকে খবর পাই আমার বাসা চুরি হয়েছে। তাৎক্ষনিক ভাবে এসে বাসার তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পাই।বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেযেছি। এ ঘটনায় রেজাউল নামে একজনকে আটক করা হয়েছে।
Leave a Reply