রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২:১৫ অপরাহ্ন
আমজাদ হোসেন, বাউফল প্রতিনিধিঃ শোভাযাত্রা, আলোচনা সভা, ধর্মীয় সংগীত পরিবেশন, পূজা-পার্বনসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে পটুয়াখালীর বাউফল উপজেলায় হিন্দু সম্প্রদায়ের শ্রেষ্ট অবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্ম উৎসব উদযাপন হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে গতকাল শুক্রবার বেলা নয়টার দিকে কালাইয়া সার্বজনীন সনাতন ধর্মীয় অনুষ্ঠান উদযাপন পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পূজা উদযাপন পরিষদের সভাপতি অতুল পালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সামছুল আলম মিয়া,
পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতিরি বাউফল জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার এ কে এম আজাদ, বাউফল প্রেসক্লাবের সভাপতি হারুন অর রসিদ. সাধারন সম্পাদক কামরুজ্জামান বাচ্চু প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা অসাম্প্রায়িক বাংলাদেশ গড়া ও মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার ওপর জোর দেন।
Leave a Reply