বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০৬:৪৭ অপরাহ্ন
আমজাদ হোসেন বাউফল প্রতিনিধি॥ পটুয়াখালীর বাউফলে খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেছে নিহতের স্বজন ও এলাকাবাসীরা। সোমবার সকাল ১১টায় বাউফল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে শেষ হয়। ওই সময় বক্তব্য রাখেন, নিহতের বাবা খালেক মাতুব্বর ও ভাই মোশারেফ মাতুব্বর। মানববন্ধনে তারা অভিযোগ করেন আবুল বশারকে পরিকল্পিত ভাবে হত্যা করা হলেও পুলিশ তাদেরকে গ্রেফতার করছেনা। খুনিরা এখনও এলাকায় ঘুরাফেরা করছে ও মামলা তুলে নেওয়ার জন্য নিহতের পরিবারকে হুমকী দিয়ে আসছে।
এ বিষয়ে বাউফল থানার ওসি বলেন, আসামী গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে; দুই একদিনের মধ্যেই সম্ভব হবে।
উল্লেখ্য, ১৬ ফেব্রুয়ারী উপজেলার নাজিরপুর গ্রামের আবুল বশারের শিশু পুত্র নাবিল (৭) ও একই গ্রামের চান মিয়ার পুত্র রবিউল (৭) একসাথে স্কুল থেকে পালিয়ে বাড়িতে আসে।
এ ঘটনা নিয়ে দুই পরিবারের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে আবুল বশারকে পিটিয়ে আহত করে রবিউলের বড় ভাই সাব্বির হোসেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎস্যা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়। সেখানেই চিকিৎস্যাধীন অবস্থায় মারা যান।
Leave a Reply