শনিবার, ০৪ অক্টোবর ২০২৫, ০১:৪১ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোকে বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ এখন এক নতুন অর্থনৈতিক সম্ভাবনার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে এবং যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্য এখানে বহুমুখী সুযোগ সৃষ্টি হয়েছে।
বুধবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-বাংলাদেশ এক্সিকিউটিভ বিজনেস গোলটেবিল-এ অংশ নিয়ে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান। “অ্যাডভান্সিং রিফর্ম, রেজিলিয়েন্স অ্যান্ড গ্রোথ” শীর্ষক এ গোলটেবিলের আয়োজন করে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিল (ইউএসবিবিসি)। এতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারক এবং শীর্ষ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
পরে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, মেটলাইফ, শেভরন, এক্সেলেরেটসহ বেশ কয়েকটি মার্কিন কোম্পানির প্রতিনিধিদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। মুহাম্মদ ইউনূস তাদের বাংলাদেশে বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচনের আহ্বান জানান।
প্রধান উপদেষ্টা বলেন, সরকারের চলমান সংস্কার কার্যক্রম, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং দক্ষ মানবসম্পদ বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করেছে। তিনি জোর দিয়ে বলেন, মার্কিন বিনিয়োগ বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতিশীল করবে। বিশেষ করে অবকাঠামো, জ্বালানি, নবায়নযোগ্য শক্তি ও প্রযুক্তি খাতে বিনিয়োগ টেকসই উন্নয়নে বড় ভূমিকা রাখবে।
তিনি আরও উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, উদ্ভাবনী প্রযুক্তি, দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাতে পারে। বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি বলেন, “বাংলাদেশের আর্থসামাজিক অগ্রযাত্রায় অংশীদার হোন। যৌথ উদ্যোগই হবে আমাদের অগ্রগতির মূল শক্তি।”
বৈঠকে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার উচ্চপদস্থ কর্মকর্তারা দেশের বিনিয়োগবান্ধব নীতি ও ভবিষ্যৎ সম্ভাবনার দিকগুলো তুলে ধরেন। তারা মার্কিন কোম্পানিগুলোকে অংশীদারিত্বে এগিয়ে আসার আমন্ত্রণ জানান।
Leave a Reply