শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন
ডেস্ক রিপোর্ট ॥ জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস বাংলাদেশের ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে সমর্থন প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে লুইস বলেন, “স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে জাতিসংঘ প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখবে।”
বৈঠকে বাংলাদেশের সংস্কার কার্যক্রম, উন্নয়ন অগ্রাধিকার ও গণতান্ত্রিক রূপান্তর সম্পর্কিত বিষয়ও আলোচনা করা হয়। এছাড়া আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ও মাসের শেষে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা সম্মেলনের প্রস্তুতির বিষয়েও মতবিনিময় হয়।
রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তায় আন্তর্জাতিক তহবিলের ঘাটতি নিয়ে উভয়পক্ষ উদ্বেগ প্রকাশ করেন। অর্থের অভাবে ইতোমধ্যেই শিক্ষা ও জরুরি সেবায় বড় ধরনের প্রভাব পড়েছে। প্রধান উপদেষ্টা ইউনুস আন্তর্জাতিক সম্প্রদায়ের টেকসই সহায়তা বৃদ্ধির ওপর জোর দেন।
লুইস জবাবে বাংলাদেশের সংস্কার ও গণতান্ত্রিক রূপান্তর কার্যক্রমে জাতিসংঘের দৃঢ় সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “জাতিসংঘের সহায়তা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করবে এবং নিরাপদ, শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করবে।”
বিশেষজ্ঞরা মনে করেন, জাতিসংঘের এই সমর্থন বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া রোহিঙ্গা সংকট মোকাবিলায় আন্তর্জাতিক সমন্বয় আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
Leave a Reply