সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নগরীর উত্তর বগুরা রোড এলাকায় একটি বহুতল ভবনে প্লান বহির্ভূত অংশে উচ্ছেদ অভিযান চালিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। মঙ্গলবার বিকেলে সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাসের উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়।
সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, বহুতল ওই ভবনটির জায়গার মালিক শাহিন হোসেন মল্লিক মামুন। আর ভবনটি ডেভলপারের মাধ্যমে নির্মাণ করা হয়েছে। সিটি কর্পোরেশনের স্থপতি হাসিব মাহমুদ জানান, ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান হিলভিউ হাউজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম ওই ভবনের ২১ জন ভাড়াটিয়ার স্বাক্ষরসহ ২০২১ সালেল ১৮ নভেম্বর সিটি কর্পোরেশনে একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
যেখানে প্লান বহির্ভূত ইমারত নির্মান করে চলাচলের পথ বন্ধ করে দেয়ার অভিযোগ আনা হয় মুমীতু কমিউনিটি সেন্টারের মালিক শাহিন হোসেন মল্লিকের বিরুদ্ধে। এর প্রেক্ষিতে ২২ নভেম্বর শাহিন হোসেন মল্লিককে নোটিশ প্রদান করা হয়।
পরবর্তীতে প্লান বহির্ভূত অংশ নির্মানের সত্যতা পাওয়া গেলে, একই বছরের ১২ ডিসেম্বর প্লান বহির্ভূত সেই অংশ অপসারণের জন্য নোটিশ করা হয়। তবে সে নোটিশের কোন কর্নপাত না করায় চলতি বছরের ৫ জানুয়ারি আরো একটি নোটিশ করা হয়। যেখানে তিন কার্যদিবসের মধ্যে প্লান বহির্ভূত সেই অংশ অপসারণের জন্য বলা হয়, অন্যথায় বিধিমোতাবেক ব্যবস্থা নেয়ার কথাও উল্লেখ করা হয়।
তাতেও ভ্রুক্ষেপ না করায় অবশেষে মঙ্গলবার বিকেলে সিটি কর্পোরেশন এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। অভিযানে মুমীতু কমিউনিটি সেন্টারের সামনের দেয়ালের অংশ ভেঙ্গে ভাড়াটিয়াদের চলাচলের রাস্তা বের করে দেয়া হয়।
ভবনের বাসিন্দারা জানান, এই কমিউনিটি সেন্টারের নীচতলার দক্ষিন দিকের একটি কক্ষে প্রতিদিন বসে জুয়ার আসর। সেখানে মুমীত কমিউনিটি সেন্টারের প্রোপাইটর মামুনের নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীদের আনাগোনা থাকে প্রতিনিয়ত। যা বাসিন্দাদের মধ্যে একধরণের আতঙ্ক ছড়িয়েছিলো। তাদের ভয়ে কেউ কিছু বলতে পারতো না।
উল্লেখ্য, মুমীত কমিউনিটি সেন্টারের সামনে বসে মামুনের নেতৃত্বে গত ২৯ মে বিকেলে কতিপয় সন্ত্রাসীরা প্রকাশ্যে সাংবাদিক অপূর্ব অপুর উপর হামলা চালিয়ে প্রাইভেটকারযোগে অপহরনের চেষ্টা চালায়।
Leave a Reply