রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০১:৪৬ পূর্বাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রাজধানীর কাঁঠাল বাগান এলাকার একটি বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
রাজধানীর কাঁঠাল বাগান এলাকার একটি বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।
ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা মো. রায়হান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রাজধানীর কাঁঠাল বাগান এলাকায় ছোট ছোট টিনশেডের কয়েকটি ঘরে আগুন লাগে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
Leave a Reply