বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০২:০৩ পূর্বাহ্ন
ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে আনন্দ হিল্লোলে, উচ্ছ্বাসে-উষ্ণতায়, বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ পালিত হচ্ছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে রোববার সকালে শহরে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।শিশুপার্কের সামনে থেকে র্যালি শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণের পর তা একই স্থানে গিয়ে শেষ হয়।
জেলা প্রশাসক মো. হামিদুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, পৌরসভার মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী, সংস্কৃতিকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ এতে অংশ নেন।
এর আগে শিশুপার্কের উন্মুক্ত মঞ্চে গানে গানে নতুন বছরকে বরণ করা হয়। জেলা প্রশাসক মো. হামিদুল হক পরে তিন দিনব্যাপী বৈশাখী মেলা উদ্বোধন করেন। মেলায় ৩০টি স্টল স্থান পেয়েছে।
এছাড়া বর্ষবরণের কর্মসূচির মধ্যে রয়েছে দেশীয় খেলাধুলা, বাঙালি খাবার পরিবেশন, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।এছাড়া জেলা প্রশাসন, আইনজীবী সমিতি, প্রেসক্লাব,নজরুল একাডেমিসহ বিভিন্ন সংগঠন পান্তাসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে। জেলার অন্যান্য উপজেলায় আনন্দ উচ্ছ্বাসে বর্ষবরণের আয়োজন করে।
Leave a Reply