সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:১২ অপরাহ্ন
থানা প্রতিনিধি:: বরিশাল-৬ (বাকেরগঞ্জে) আসনে সস্বন্ত প্রার্থীর ৫টি নির্বাচনী কার্যালয়ে হামলা ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে জাতীয় পার্টির প্রার্থীর বিরুদ্ধে।আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টার দিকে চরমদ্দি,চরাদি মোকিমাবাদ,গোমা বাজার,পেয়ারপুর বাজারসহ লক্ষীপাশা মোল্লা বাজারের কার্যালয়ে ভাংচুর ও লুটপাট চালানো হয়।
ঘটনায় কেউ আহত হয়নি বলে জানা গেছে। বরিশাল ৬ (বাকেরগঞ্জ) আসনে সতন্ত্র প্রাথী সিংহ মার্কার প্রতীকের প্রার্থী মোহাম্মাদ আলী তালুকদার (ফারুক) জানান, বৃহস্পতিবার সকাল থেকে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী নাসরিন জাহান রতনার নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী বাকেরগঞ্জের কবাই ইউনিয়নসহ দুধল ও চরামদ্দী ইউনিয়ন ও চরামদ্দি ইউনিয়নের কার্যালয়ে ভাংচুর চালিয়েছে।
এ সময় তারা লুটপাটও চালায়। এছাড়া মোটরসাইকেল বহর নিয়ে আরও বেশ কয়েকটি সতন্ত্র প্রার্থীর অফিসে হামলা চালিয়েছে জাতীয় পার্টির প্রার্থী রতনার বাহিনী।
হামলার শিকার হওয়া সতন্ত্রপ্রার্থী মোহাম্মাদ আলী তালুকদার (ফারুক) তিনি বলেন,আমাদের বাখেরগঞ্জের জনগন অবহেলিত বাখেরগঞ্জের উন্নয়নের জন্য এমপি হিসেবে আমাকে দেখতে চায়। এবং আমার মাঠ ভালো দেখে তারা আমার নেতাকর্মীদের উপরে পরিকল্পিত ভাবে হামলা চালায়। এবং আমার লোক জনকে মিথ্যা মামলা দিয়ে ধরিয়ে দেওয়াসহ প্রান নাশের হুমকি দিচ্ছে। ভাংচুর ও হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এলাকাবাসী।
Leave a Reply