শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন
বাবুগঞ্জ প্রতিনিধি ॥ আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে সতন্ত্র মনোনয়ন প্রত্যাশী বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সাধারন সম্পাদক বাবুগঞ্জের কৃতি সন্তান আতিকুর রহমান আতিকের মটর শোভাযাত্রায় জনতার ঢল। তিনি গতকাল বুধবার বিকেল ৪ টায় বেসরকারী নভো এয়ারলাইন্সের একটি বিমানে বরিশাল বিমান বন্দরে এসে পৌঁছলে তার সমর্থিত বাবুগঞ্জ-মুলাদীর হাজারো সমর্থক কর্তৃক ফুলেল শুভেচ্ছাসহ অভিনন্দিত হন।
সেখান থেকে অন্তত দুই শতাধীক মটরসাইকেল’র একটি শোভাযাত্রা শুরু হয়। আতিক ভক্তরা তাকে নিয়ে মহা-সড়ক হয়ে প্রথমে খানপুর,বাবুগঞ্জ কলেজ গেট, চাঁদপাশা, মোহনগঞ্জ, সাতমাইল, রহমতপুর, রামপট্টি, রাকুদিয়া নতুন হাট হয়ে দেহেরগতি ইউনিয়নের রাহুতকাঠী বন্দরে এসে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হন। রাহুতকাঠী বাজারের সংক্ষিপ্ত সভা একপর্যায়ে নেমে আসে জনতার ঢল। এ সময় আতিক আতিক স্লোগানে ওই এলাকা মুখরিত হয়ে উঠে। আনন্দ উল্লাসে ফেটে পরে তার সমর্থকরা।
সেখানে বাবুগঞ্জ এবং মুলাদীর কয়েক হাজার সমর্থক তাকে করতালির মাধ্যমে স্বাগত জানায়। আগামীকাল আতিক গণসংযোগে নামবেন বলে জানা গেছে।
Leave a Reply