সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন
অারিফ হোসেন,বাবুগঞ্জ: একাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে বরিশাল -৩ আসনের ( ট্রাক) প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী আতিকুর রহমান ও তার সমার্থকরা সকাল থেকে শুরু করে রাতবধি প্রচার প্রচারনায় ব্যপক সারা ফেলেছে।
এরই ধারাবাহিকতায় রবিবার মুলাদী উপজেলার চরকালেখা ইউনিয়নের বেপারির হাটে (ট্রাক) মার্কায় একটি পথসভা জনসভায় পরিনত হতে দেখা গেছে।জানাগেছে স্বতন্ত্র প্রার্থী অাতিকুর রহমানের বক্তব্য শুনতে দলবল নির্বিশেষে হাজারো সমর্থক ভির করে ওই পথসভায়।
এ সময় অাতিকুর রহমান বলেন,বাবুগঞ্জ-মুলাদীবাসী অাজ এক হয়েছে। তারা বুজতে পেরেছে উন্নয়নের সার্থে পরিবর্তন দরকার। প্রতীক নয় ভালো মনের কাজ করার মানুষিকতা সম্পূর্ন ব্যক্তিকে ভোট দিতে হবে।বর্তমান সরকার উন্নয়ন বান্ধব সরকার।কিন্তু বিগত ১০ বছর অামরা কি পেয়েছি।
উন্নয় করতে হলে জনপ্রতি হয়ে কাজের জন্য ধরনা দিতে হয়।অাপনার ট্রাক প্রতীকে ভোট দিয়ে অামাকে সুযোগ দিন। নিশ্চই ভালোবাসার প্রতিদান দিব। প্রয়োজনে দক্ষিনাঞ্চলের বড়মাপের নেতাদের পায়ে ধরে গন মানুষের জন্য কাজ হাচিল করবো। এসময় স্থানিয় জনপ্রতিনিধিসহ সকল দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply