রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৪৮ অপরাহ্ন
সুমন খান , বানারীপাড়া প্রতিনিধিঃ
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২(বানারীপাড়া-উজিরপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি শাহে আলম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে পুষ্পার্ঘ অর্পন ও জিয়ারত করেছেন।
বৃহস্পতিবার দুপুরে তিনি বিপুল সংখ্যক নেতা-কর্মী নিয়ে জাতির পিতার সমাধীতে গিয়ে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথমে পুষ্পার্ঘ অর্পণ করেন।পরে তিনি জাতির পিতা ও তার পরিবারের সদস্যদের রুহের মাগেফেরাত কামনায় ফাতেহা পাঠ ও দোয়া-মোনাজাত করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র মুক্তিযোদ্ধা গোলাম সালেহ মঞ্জু মোল্লা,ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স’র সাবেক উপ-পরিচালক ও বানারীপাড়ার চাখার সরকারী ফজলুল হক কলেজের সাবেক ভিপি পরিমল কুন্ডু,জেলা পরিষদের সদস্য ও উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম জামাল হোসেন,উজিরপুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অশোক কুমার হাওলাদার,শিকারপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন,বানারীপাড়া উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ওয়াহেদুজ্জামান দুলাল,পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু,সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম,আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা তালুকদার,আনোয়ার হোসেন,বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন,সহ-সভাপতি সুজন মোল্লা,উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ আউয়াল খান,রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক জহির খান,যুবলীগ নেতা হারুন মৃধা,শাওন বালী,ছাত্রলীগ নেতা মিজানুর রহমান রনি প্রমুখ।
Leave a Reply