মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:১৭ পূর্বাহ্ন
আগৈলঝাড়া প্রতিনিধি ॥
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনে আওয়ামী লীগের একক প্রার্থী ও বর্তমান সাংসদ আবুল হাসানাত আব্দুল্লাহর মনোনয়নপত্র সংগ্রহের জন্য নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা ও বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সাংসদের আগৈলঝাড়ার সেরালস্থ নিজ বাড়িতে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহান আরা বেগম, সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সমন্ময়ক আবু সালেহ লিটন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান প্রমুখ।
মতবিনিময় সভায় গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। দলীয় নেতাকর্মীরা বঙ্গবন্ধুর ভাগ্নে আবুল হাসানাত আব্দুল্লাহকে বরিশাল-১ আসনে আওয়ামী লীগের একমাত্র প্রার্থী হিসেবে দলীয় মনোনয়নপত্র সংগ্রহের জন্য অনুরোধ করেন। এমপি আবুল হাসানাত আব্দুল্লাহ পুনরায় তাকে জনগনের সেবা করার জন্য মনোনীত করায় দলীয় নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের সাথে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সকলের কাছে দোয়া কামনা করেন। আজ রবিবার আওয়ামী লীগ কার্যালয় থেকে আবুল হাসানাত আব্দুল্লাহ দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করবেন। সবশেষে গৌরনদী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাহাবুব আলম বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
Leave a Reply