বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ০২:৩৫ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল নগরীতে মামুন হত্যা মামলায় একজনকে আটক করেছে র্যাব-৮। নগরীর রূপাতলী এলাকায় ব্যবসায়ী মামুন মাতুব্বরকে কুপিয়ে হত্যা মামলার আসামি জিসানকে (২৫) গ্রেফতার করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
শনিবার (১৩ জুন) দুপরে র্যাব-৮ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঝালকাঠি সদর থানাধীন কলেজ মোড় এলাকা থেকে জিসানকে গ্রেফতার করা হয়।
জিসান নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের রূপাতলী মওলানা ভাষানী সড়কের বাসিন্দা জহিরের ছেলে। হত্যা মামলার আসামি রাব্বী ও জিসান চাঁদা দাবি করলে গাছ ব্যবসায়ী মামুন মাতুব্বর তা দিতে অস্বীকার করেন।
গত ১২ জুন দিনগত রাতে রাব্বী ও জিসান পথরোধ করে মামুনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান।
পরে স্থানীয় লোকজন আহত মামুনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেন মামুনের পরিবারের সদস্যরা। আসামি রাব্বী ও জিসান এলাকায় মাদকব্যবসা করতেন ও বিভিন্ন সময় তারা সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিলেন।
প্রসঙ্গত , ওই ঘটনার পরপরই রাব্বিকে স্থানীয়রা হত্যার ঘটনায় ব্যবহৃত ছুরিসহ আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
Leave a Reply