শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৮:১০ অপরাহ্ন
অনলাইন ডেস্ক:
রেজিস্ট্রার মোহাম্মদ মনিরুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের সুষ্ঠ তদন্ত করে বিচারের দাবীতে মঙ্গলবার বেলা এগারোটায় মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয় চত্ত্বরে শিক্ষক পরিষদের আয়োজন অনুষ্ঠিত মানববন্ধনে সাধারণ শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন। বিক্ষুব্ধরা বলেন, অতিসম্প্রতি রেজিস্ট্রার মনিরুল ইসালামের একটি অশ্লীল ভিডিও প্রকাশ পেয়েছে। গত বছরও মনিরুল ইসলামের হাতে যৌণ হয়রানির শিকার হয়েছেন বিশ্ববিদ্যালয়ের এক নারী কর্মকর্তা। এসব ঘটনায় সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে লিখিত অভিযোগ দায়ের করেও কোন বিচার না হওয়ায় বেপরোয়া হয়ে উঠেছে রেজিস্ট্রার মনিরুল। কর্তৃপক্ষ দৃশ্যমান কোন বিচার না করায় বিশ্ববিদ্যালয়ের ভাবমূতি ক্ষুন্ন হচ্ছে।
Leave a Reply