সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:২৯ অপরাহ্ন
ববি প্রতিনিধি॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইন্সটিটিশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি)’র আয়োজনে ‘আউটকাম বেসড অ্যাডুকেশন (ওবিই) কারিকুলাম টেমপ্লেট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুন) সকাল ১০টায় জুম কনফারেন্সে এই অনলাইন কর্মশালাটি শুরু হয়। ৪ ঘণ্টাব্যাপী এই কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ।
উদ্বোধনকালে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গুণগত ও মানসম্মত শিক্ষা নিশ্চিতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের পর্যায়ে উন্নীতকরণে শিক্ষা কারিকুলামকে এমনভাবে সাজাতে হবে যাতে করে শিক্ষার্থীরা উপকৃত হয় এবং বিশ্বমানের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরকে দক্ষ করে গড়ে তুলতে পারে। আর তাহলেই শিক্ষা ব্যবস্থার আমল পরিবর্তন সম্ভব।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে কর্মশালাটি পরিচালনা করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এস এম কবীর।
কর্মশালায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন, অতিরিক্ত পরিচালক ড. রহিমা নাসরিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, সেলফ অ্যাসেসমেন্ট কমিটির সকল সদস্যসহ দপ্তরের অন্যান্যরা সংযুক্ত ছিলেন।
Leave a Reply