মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন
ভয়েস অব বরিশাল ডেস্ক॥ উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
বাংলাদেশ আবহাওয়া অফিস বলছে, এ অবস্থায় ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা থাকলেও সারাদেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া সাধারণত শুষ্ক থাকবে। এছাড়া সারাদেশে দিনের তাপমাত্রায় কোনো পরিবর্তন আসবে না। অন্যদিকে রাজশাহী, গোপালগঞ্জ, পাবনা, যশোর, চুয়াডাঙ্গা, বরিশাল ও শ্রীমঙ্গল অঞ্চলসহ রংপুর বিভাগের ওপর দিয়ে বয়ে চলা মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এছাড়া আগামী ৪৮ ঘণ্টায় (দুইদিন) আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও পূর্বাভাসে জানানো হয়।
গতকাল (মঙ্গলবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় আজ (বুধবার) সূর্যোদয় হয়েছে ভোর ৬টা ৩৪ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৫২ মিনিটে।
Leave a Reply